কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
শিল্পীঃ হ্যাপি আখন্দ
সুরকারঃ লাকি আখন্দ
বছরঃ ১৯৮০
কে বাঁশী বাজায় রে গানের লিরিক্সঃ
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
ঐ বাঁশী কি বিষের বাঁশী তবু কেন ভালোবাসি
লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি
ঐ বাঁশী কি বিষের বাঁশী তবু কেন ভালোবাসি
লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি
সে যে হৃদয় কখন করলো হরন কিছুই জানি না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা বসে না কোন কাজে
নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা বসে না কোন কাজে
সে যে চুপিসারে আমায় কেন দেখেও দেখে না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
Ke Banshi Bajay Re Song Lyrics
Song Credit:
Song: Ke Bashi Bajay Re
Singer : Happy Akhand
Movie : Ghuddi
Lyric : S.M Hedayat
Tune & Music : Lucky Akhand
Producer : Sayed Salauddin Jaki
DOP : Shafiqul Islam Shapon
Editor : Saidul Anam Tutul
Script & Director : Sayed Salauddin Jaki