তোমাকে না লেখা চিঠিটা - সোহম চক্রবর্তী

বর আসবে এখনি বাংলা সিনেমার "তোমাকে না লেখা চিঠিটা" গানটি গেয়েছেন সোহম চক্রবর্তী। সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত এবং কোয়েল মল্লিক। তোমাকে না লেখা চিঠি গানটির লিরিক্স লিখেছেন শরন দত্ত, এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রাদীপ দাসগুপ্ত। সিনেমাটি পরিচালনা করেছেন রঙ্গন চক্রবর্তী।

Tomake Na Lekha Chithita Lyrics Bengali Song Is Sung by Soham Chakraborty From  Bor Asbe Ekhuni Bengali Movie. Starring Jisshu Sengupta And Koel Mallick. Tomake Na Lekha Chithita Lyrics In Bengali Written by Sharan Dutta. Saiyaan Song Music Composed By Indraadip Dasgupta. Bor Asbe Ekhuni Bengali Film Directed by Rangan Chakraborty. Male Cover Version Song is Sung by Rupak Tiary, Shovan Ganguly, Suvam Jalui And Female Cover Version Song Is Sung by Sristi Mahanta, Anvesha D And Many Various Artists In Theor Own Way.


তোমাকে না লেখা চিঠিটা গানের লিরিক্সঃ


তোমাকে না লেখা চিঠিটা
ডাকবাক্সের এক কোণে,
সাদা খামের না লেখা নাম
এঁকেছে তার গানে।


সেই চিঠি, যত লেখা
থাকে একা একা,
সেই গানের না শোনা সুর
একা একা আঁকা,
ছুঁয়ে যায় তবু কখন এসে।

যদি বলি সে সবই তোমারই
একা চিঠি একা একা গান,
যদি বলি সে সবই তোমারই
একা চিঠি একা একা গান,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ..

আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে
তুমি তোমার দু’চোখে সেই নীল ছুঁলে,
আমি আমিতে ভাসিনি কোনোদিন নীলে
তুমি তোমার দু’চোখে সেই নীল ছুঁলে,
আজও আমার সারাটা নীল
থাকে একা একা,
সেই চিঠি, না পড়া সুর
একা একা আঁকা,
ছুঁয়ে যায় তবু কখন এসে।

যদি বলি সে সবই তোমারই
দু’চোখে ভেসে যাওয়া নীল আমার,
যদি বলি সে সবই তোমারই
দুচোখে ভেসে যাওয়া নীল আমার,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ..


তোমার সাথে, খেলার ছলে
তোমার কথায় ছিলাম ভুলে,
তোমার-সাথে, খেলার ছলে
তোমার কথায় ছিলাম ভুলে,
সেই খেলা নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে,
সেই খেলা নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে।
আজ খেলা শেষে এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়,
আজ এতো আলোর এ আঁধারে
এ মন তোমাকেই ছুঁতে চায়,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ..

তুমি ছিলে, তোমার সাথে
একলা চাঁদে একলা রাতে,
তুমি ছিলে, তোমার সাথে
একলা চাঁদে একলা রাতে,
আমি আমায় নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে,
আমি আমায় নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে।
আজ একা একা এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়,
আজ এতো আলোর এ আঁধারে
এ মন তোমাকেই পেতে চায়,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ..

Tomake Na Lekha Chithita Song Lyrics:


Song Credit:
Song : Tomake Na Lekha Chithita
Movie Name : Bor Asbe Ekhuni (2008)
Singer : Soham Chakraborty
Cover by : Rupak Tiary
Music : Indraadip Dasgupta
Lyrics : Sharan Dutta
Direction : Rangan Chakraborty
Label : V.Music

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url